রাজধানীর ধানমন্ডিতে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর এ সংঘর্ষ ঘটে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। তবে ঢাকা কলেজ বনাম সিটি কলেজ সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি দুপুরে তুচ্ছ ঘটনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে পুলিশ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও সেদিনের ঘটনাকে কেন্দ্র করে ৯ ফেব্রুয়ারি ফের পরিস্থিতি উত্তপ্ত হয়। একপর্যায়ে ধানমন্ডি আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থীরা সেদিন বিকেলে লাঠিসোঁটা নিয়ে এসে ঢাকা সিটি কলেজের নামফলক থেকে ‘সিটি’ অংশটি খুলে নিয়ে যায়।
পরবর্তীতে সিটি কলেজের শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া দিলে দুই পক্ষের সংঘর্ষ ঘটে। ওইদিন প্রায় ২ ঘণ্টা ধরে দফায় দফায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলে।
Leave a Reply