অবশেষে শেষ হলো কোপা আমেরিকার গ্রুপ পর্বের লড়াই। চার গ্রুপ থেকে সেরা দুটি দল করে মোট আটটি দল জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। আগামী ৫ জুলাই কোয়ার্টারের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।
এবারের কোপায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা, ইকুয়েডর, ভেনেজুয়েলা, কানাডা, কলম্বিয়া, পানামা, উরুগুয়ে, ব্রাজিল। বুধবার (০৩ জুলাই) কলম্বিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে সর্বশেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে শুক্রবার (০৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় হিউস্টনে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ইকুয়েডর। এর পরের দিন সকাল ৭টায় ভেনেজুয়েলা-কানাডা ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্লিংটনে।
রোববার (০৭ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় পানামা লড়বে কলম্বিয়ার বিপক্ষে। একই দিন সকাল ৭টায় শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ শক্তিশালী উরুগুয়ে। ম্যাচটি অনুষ্ঠিত হবে লাস ভেগাসে।
Leave a Reply