free tracking

শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহে যাওয়া শিশুকে ধর্ষণ!

শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে যাওয়া চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার । গুরুতর অসুস্থ শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঘটনাটি ঘটেছে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ভুক্তভোগী শিক্ষার্থী শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য ফুল নিতে শুক্রবার ভোর ৬টার দিকে এলাকার সার্ভেয়ার রুহুল আমিনের (৫৫) বাড়িতে যায়। রুহুল আমিনের পরিবার ঢাকায় থাকে। শিশুটি যখন তাঁর বাড়ির ফুল বাগান থেকে ফুল সংগ্রহ করছিল তখন তাকে জোর করে ঘরে নিয়ে ধর্ষণ করে রুহুল আমিন।

এ সময় চিৎকারে এলাকার লোকজন ওই বাড়িতে গিয়ে শিশুটিকে উদ্ধার করে তার বাসায় নিয়ে আসে। এ সময় অভিযুক্ত পালিয়ে যায়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে মিঠাপুকুর থানা-পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটিকে উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর থানায় নেয়। পরে দুপুরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যায়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।

ওসি আবু বক্কর বলেন, মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। শিশুটি অসুস্থ থাকায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। রুহুল আমিনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *