free tracking

পদত্যাগ তো কম, আমার তো জানাজাও হয়ে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা!

পদত্যাগ তো কম হয়ে গিয়েছে, আমার তো জানাজাও (প্রতীকী) হয়ে গিয়েছে- বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা । সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, “এখন হইলো কী, পদত্যাগের দাবি আনা হয়। আমার তো পুত্তলিকা জ্বালানো হইসে। দাফনও তো হয়ে গেসে। পদত্যাগ টা তো কম হয়ে গেসে। আমার তো জানাজাও হয়ে গেসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হইলো কী, জীবিত থাকা অবস্থায় জানাজার সওয়াব পেয়ে গেসি।”

উল্লেখ্য, সম্প্রতি দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একের পর এক ঘটনা সামনে আসার পর থেকে দেশ জুড়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে।

সূত্র: https://www.facebook.com/reel/968277045437649/?app=fbl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *