বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়ে গেছেন। শেখ হাসিনার সরকার পতনের পরদিন, অর্থাৎ ৬ আগস্ট ২০২৪, তিনি গাজীপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালান।
তবে এই ঘটনাটি দীর্ঘদিন গোপন রাখা হয়েছিল বলে অভিযোগ করেছেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। তিনি দাবি করেন, কারা কর্তৃপক্ষ তাদের পরিবারের সঙ্গে এ বিষয়ে কোনো তথ্য শেয়ার করেনি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে কারা অধিদপ্তর স্বীকার করেছে যে, মুনতাসির আল জেমিসহ ২০২জন বন্দি কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে গেছেন যার মধ্যে ৮৭ জন ফাঁসির আসামি ছিল।
কারাগার থেকে পলায়নের ঘটনায় কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।
তবে আবরার ফাইয়াজের অভিযোগ, মুনতাসির আল জেমি একজন ফাঁসির আসামি হওয়ায় তাকে কনডেম সেলে রাখা উচিত ছিল। তিনি কিভাবে পালালেন আর এতদিন বিষয়টি গোপন রাখার অর্থই হলো ধরার কোনো চেষ্টাই করা হয়নি।
কারা অধিদপ্তর জানিয়েছে, ইতোমধ্যেই ২০২৪ সালের ৬ আগস্ট পালানো ৩৫ জন ছিলেন ফাঁসির আসামি সহ ৫১ জন বন্দিকে আটক করা হয়েছে। ১৫ আগস্ট এ ঘটনা নিয়ে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সব সংস্থাকে বিষয়টি জানানো হয়।
সূত্র: https://www.youtube.com/watch?v=i4LcOBS6Us8
Leave a Reply