free tracking

তারাবির নামাজ: ৮ নাকি ২০ রাকাত? সঠিক সমাধান দিলেন আজহারী!

রমজানের বিশেষ ইবাদত তারাবির নামাজ নিয়ে মুসলিমদের মাঝে দীর্ঘদিন ধরে আলোচনা হয়ে আসছে—এটি ৮ রাকাত না ২০ রাকাত? এই বিতর্ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী।

তিনি বলেন, “রাকাত নিয়ে বিতর্ক করবেন না। ৮ রাকাত হোক বা ২০ রাকাত, এটি শয়তানের তৈরি করা এক ফন্দি। আমরা যারা ২০ রাকাত পড়ি, আমরা আমাদের আমল করব, আর যারা ৮ রাকাত পড়েন, তারা তাঁদের আমল করবেন। এতে কোনো সমস্যা নেই।”

আজহারী আরও বলেন, “সৌদি আরবের মক্কা-মদিনায় ২০ রাকাত তারাবি আদায় করা হয়। আবার, অনেক মসজিদে ৮ রাকাত পড়া হয়। কিন্তু এর জন্য কেউ কারও সঙ্গে বিবাদে জড়াবে না। তারাবির রাকাত সংখ্যা নয়, বরং নামাজের গুণগত মান এবং একাগ্রতা বেশি গুরুত্বপূর্ণ।”

তিনি মুসল্লিদের উদ্দেশে বলেন, “তাদিলুল আরকান মানা খুব গুরুত্বপূর্ণ। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, দুই সেজদার মাঝে সোজা হয়ে বসা ওয়াজিব। এগুলো বাদ দিলে হানাফি মাযহাব মতে সাহু সেজদা দিতে হয়, আর অন্য মাযহাব মতে নামাজই শুদ্ধ হয় না। তাই ধীরস্থিরভাবে, একাগ্রতার সঙ্গে তারাবির নামাজ আদায় করা উচিত।”

অতএব, তারাবির রাকাত নিয়ে কোনো বিতর্কে না গিয়ে, শুদ্ধভাবে নামাজ আদায় করাই সর্বোত্তম পথ বলে মত দিয়েছেন এই ইসলামিক চিন্তাবিদ।

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1296973774739636&rdid=ZFq4T03E4JeSyD2r

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *