free tracking

নাহিদ ইসলামকে স্লোগান দিতে দেখে ফেসবুকে যা লিখলেন মহিউদ্দিন রনি!

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের নাম রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি–এনসিপি) এবং এই দলের শীর্ষ পদ অর্থাৎ আহ্বায়ক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ ঘটেছে নতুন এই রাজনৈতিক দলের। বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এই দলটির আত্মপ্রকাশ ঘটে। সেখানে দলের শীর্ষ পদপ্রাপ্ত নেতা নাহিদ ইসলামকে উপস্থিত ছাত্র-জনতার উদ্দেশে স্লোগান দিতে দেখা যায়।

নাহিদ ইসলামের এই স্লোগান দেয়া প্রসঙ্গে মহিউদ্দিন রনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন।

মহিউদ্দিন রনি তার ফেসবুক পোস্টে লেখেন, “নাহিদ ভাইয়ের কন্ঠে শ্লোগান, ‘ক্ষমতা না জনতা’। মনে হলো বোবাও তার বাকশক্তি ফিরে পেলো। চিৎকার করে বলে উঠলো জনতা জনতা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *