নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ভএবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন প্রফেসর ড. শাহিদা রফিক আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (২ মার্চ) সকালে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রফেসর ড. শাহিদা রফিক গত বৃহস্পতিবার (১ মার্চ) বিএনপির বর্ধিত সভায় অংশ নিতে গিয়ে এলডি হলে একটি গর্তে পড়ে গিয়ে পায়ে আঘাত পান। প্রাথমিক চিকিৎসার পর, তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তিনি জীবনযুদ্ধে পরাজিত হন।
প্রফেসর ড. শাহিদা রফিক বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিণী ছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে বিএনপি নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন এবং বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে বহু বছর ধরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
প্রফেসর ড. শাহিদা রফিকের প্রথম জানাজা আজ বাদ যোহর ধানমন্ডি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অনুষ্ঠিত হবে। এরপর, দ্বিতীয় জানাজা বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
আল্লাহ তাঁর আত্মাকে শান্তি দিন।
Leave a Reply