free tracking

‘আমাকে ফাঁসানোর জন্য এটা যথেষ্ট’: ফারজানা রূপা!

রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখান।

এদিন সকালে তাদেরকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন।

শুনানির এক পর্যায়ে ফারজানা রুপা কথা বলতে আদালতের অনুমতি চান। এসময় আদালতের উদ্দেশে তিনি বলেন, “আমার পক্ষে কথা বলার জন্য আইনজীবী নেই। আমি কি আমার জামিনের পক্ষে কথা বলতে পারব?”

এসময় বিচারক বলেন, “এখানে গ্রেপ্তার দেখানো হচ্ছে, জামিনের শুনানি হচ্ছে না।”

এরপর ফারজানা রুপা বলেন, “মামলা তো ডজন খানেকে গড়াচ্ছে। আমি একজন সাংবাদিক। আমাকে ফাঁসানোর জন্য একটা হত্যা মামলাই যথেষ্ট।”

কাঠগড়ায় থাকাবস্থায় শাকিল ও ফারজানা দুজন খোশগল্প করেন।

প্রসঙ্গত, গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছর ২১ আগস্ট রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ যাওয়ার সময় তাঁদের আটক করে পুলিশ। পরে উত্তরা পূর্ব থানার দায়ের করা পোশাকশ্রমিক ফজলুল করিম হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তাঁদের ২২ আগস্ট চার দিনের রিমান্ডে দেওয়া হয়।

এরপর পর্যায়ক্রমে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *