free tracking

দুবাইয়ের দুর্ঘটনায় মমতাজ বেগম নিহত, যা জানা গেলো!

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিত্তিহীন খবর ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়, জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগম দুবাইয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে এই তথ্য সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছে নির্ভরযোগ্য তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, মমতাজ বেগমের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর দাবিটি একেবারেই অসত্য। কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজব ছড়ানো হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, সোমবার দুপুর ২টা ০৫ মিনিটে প্রথম এই মিথ্যা তথ্য প্রকাশিত হয়।

উক্ত পোস্টে দাবি করা হয়, “দুবাইয়ে গাড়ি দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কণ্ঠশিল্পী মমতাজ।” তবে পোস্টটির মন্তব্যের ঘরে সংযুক্ত ভিডিও লিংকে প্রবেশ করলে দেখা যায়, সেটি একটি স্প্যাম ওয়েবসাইটের লিংক, যেখানে কোনো সত্য তথ্য নেই।

রিউমর স্ক্যানার পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে এবং বিভিন্ন বিশ্বস্ত গণমাধ্যম ও সূত্র পর্যালোচনা করে দেখতে পায়, এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। ফলে, দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী মমতাজ বেগম নিহত হওয়ার খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

ভুয়া সংবাদের শিকার হওয়া এড়াতে সোশ্যাল মিডিয়ায় পাওয়া যেকোনো তথ্য যাচাই করা প্রয়োজন। বিভ্রান্তিকর ও গুজব ছড়ানো পোস্টগুলোতে বিশ্বাস না করার পাশাপাশি বিশ্বস্ত সূত্র থেকে সত্যতা নিশ্চিত করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *