free tracking

ট্রেনে তরুণকে জোর করে চুমু, ভুলে যেতে বললেন স্ত্রী!

ভারতে একটি চলন্ত ট্রেনের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, ট্রেনের ভেতর এক ব্যক্তিকে অনবরত চড় মেরে যাচ্ছেন এক তরুণ। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।

শোনিকপুর নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ভিডিওতে ওই তরুণ যাত্রী চিৎকার করে অভিযোগ করেন, ওই ব্যক্তি তাকে জোর করে চুমু খেয়েছেন।

এ ছাড়া এমন আচরণ করার কারণ জানতে চাইলে ওই ব্যক্তি বলেন, ‘আমার ইচ্ছা হয়েছিল, তাই চুমু দিয়েছি।’

এমন আচরণের পরও ওই ব্যক্তি কোনো ক্ষমা চাননি। বরং তার স্ত্রী বিষয়টি জানার পর অভিযোগকারী তরুণকে পুরো ঘটনাটি ভুলে যাওয়ার জন্য অনুরোধ করেন।

তরুণ এই আচরণ মেনে না নিয়ে ভিডিও ধারণ করতে শুরু করেন এবং বলেন, ‘আমার জায়গায় যদি কোনো নারী থাকতেন, তাহলে কি এই অনুরোধ করতেন?’

তরুণ প্রতিবাদ করে আরো বলেন, ‘এটি একটি অসম্মানজনক আচরণ। আমি এ ঘটনা পুলিশে জানাব।’

এদিকে ঘটনাটি কোথায় ও কখন ঘটেছে তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ওই ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

অনেকেই দাবি করেছেন, এমন অসভ্য আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *