free tracking

অভিযুক্তের গলায় ফুলের মালা, ভুক্তভোগীকে চলতে হবে মুখ ঢেকে: হেনস্তার শিকার ঢাবি ছাত্রী!

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রীকে হেনস্তার অভিযোগে গ্রেফতারকৃত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মোস্তফা আসিফ অর্ণব জামিন পেয়েছেন। এসময় মামলার বাদী তাহমিনা আক্তার তাহিনের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

ভুক্তভোগী ছাত্রী জানিয়েছেন, তিনি ধর্ষণ ও হত্যার হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি পাচ্ছেন। এ ধরনের নিরাপত্তাহীন পরিস্থিতিতে তিনি মামলাটি আর চালিয়ে নেওয়া সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, অভিযুক্ত মোস্তফা আসিফ অর্ণব জামিন পাওয়ার পর একদল ব্যক্তি তাকে ফুলের মালা পরিয়ে বরণ করেন। আদালতে এক আইনজীবী বলেন, “যেহেতু মামলার বাদী নিজেই মামলা চালাতে অসম্মতি জানিয়েছেন, তাই আদালত আমাদের জামিন মঞ্জুর করেছেন।”

ভুক্তভোগী আরও জানান, তাকে সামাজিক মাধ্যমে ব্যাপক হেইট কমেন্টের শিকার হতে হয়েছে। তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে এবং তার পরিবারকেও বিভিন্নভাবে ভয় দেখানো হয়েছে। এ অবস্থায় তিনি নিজেকে নিরাপদ মনে করছেন না।

তিনি বলেন, “আমি কি আমার রাষ্ট্রের কাছ থেকে সুরক্ষা পাব? অভিযুক্ত ব্যক্তি যখন মুক্তি পেয়েছে, তখন তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। কিন্তু আমি যদি বাইরে যাই, তাহলে হয়তো মুখ ঢেকে বের হতে হবে, কারণ আমি আর নিরাপদ বোধ করছি না। এতদিন আমি স্বাভাবিক পোশাকে নির্বিঘ্নে চলাফেরা করতাম, কিন্তু এখন তা সম্ভব হবে না।”

তথ্যসূত্রঃ https://m.youtube.com/watch?v=o4bVkkxBS0I&feature=youtu.be

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *