free tracking

তারাবির নামাজ শেষে বের হয়ে শুনলেন, লটারিতে ৬৫ কোটি টাকা জিতেছেন দুবাই প্রবাসী!

লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন জাহাঙ্গীর আলমসহ ১৪ জন বাংলাদেশি। গত ৩ মার্চ আবু ধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট লটারিতে ২০ মিলিয়ন দিরহাম (৬৫ কোটি টাকা) জিতেছেন তারা।

লটারি জেতা জাহাঙ্গীর আলমের টিকেট নম্বর ছিলো ১৩৪৪৬৮, যেটি তিনি গত ১১ ফ্রেব্রুয়ারি কিনেছিলেন। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তবে গত তিন বছর ধরেই বিগ টিকিট লটারি প্রতিযোগিতায় অংশ নিতে তারা ১৪ জন বন্ধু মিলে প্রতি মাসেই টিকিট কিনতেন।

জাহাজ নির্মাণ কোম্পানির কর্মী হিসেবে হিসেবে জাহাঙ্গীর গত ৬ বছর ধরে দুবাইয়ে বসবাস করছেন। তিনি বলেন, তারাবির নামাজ শেষে বাইরে বের হলে তার বন্ধুরা তাকে এই অবিশ্বাস্য খবরটি জানায়। এই পুরস্কারটি শুধু তার একার নয়, তাদের ১৪ জন বন্ধু ও তাদের পরিবারেরও বলে জানান তিনি।

লটারি জেতা টাকা নিয়ে আপাতত তাদের কোনো পরিকল্পনা না থাকলেও এই টাকা তারা বাংলাদেশি প্রবাসীদের উন্নয়নে এবং তাদের কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবহার করতে চান বলে জানান জাহাঙ্গীর। তিনি বলেন, ‘ভবিষ্যতেও আমি এই টিকিট কিনতে থাকব। আমি আশা করি, আমার গল্পে অন্যরাও অনুপ্রাণিত হবে।’

সূত্র : খালিজ টাইমস