শায়খ আহমাদুল্লাহ বলেছেন, নামাজে এক রাকাতে একাধিক সূরা পড়া জায়েজ এবং এতে কোনো সমস্যা নেই। তবে এটি বাধ্যতামূলক নয়, বরং ব্যক্তির ইচ্ছার ওপর নির্ভর করে।
এক রাকাতে ফাতিহার পর একাধিক সূরা পড়া যায়। নবী (সা.) থেকেও এ ধরনের আমলের প্রমাণ পাওয়া যায়। কেউ যদি এক সূরা শেষ করে অন্য সূরা পড়তে চান, তাহলে তাতে কোনো বাধা নেই। তবে নিয়মিত এক রাকাতে একাধিক সূরা পড়া সুন্নাহ নয়।
শায়খ আহমাদুল্লাহ বলেন, ইসলামে এ বিষয়ে কঠোর কোনো বিধান নেই, বরং এটি ব্যক্তির ইচ্ছার ওপর নির্ভর করে। তবে নিয়মিত এক রাকাতে একাধিক সূরা পড়ার অভ্যাস করলে তা বিদআতের পর্যায়ে চলে যেতে পারে, যা এড়িয়ে চলা উত্তম।
Leave a Reply