free tracking

সবাইকে বোরকা পরতে বললেন নায়িকা অহনা!

সবাইকে বোরকা পরার আহ্বান জানালেন অভিনেত্রী অহনা রহমান। বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে মডেস্ট ফ্যাশন ব্র্যান্ড ‘নাজাত ফ্যাশন’-এর নতুন আউটলেট উদ্বোধন অনুষ্ঠান তিনি এ আহ্বান জানান।

এ সময় অহনা রহমান বলেন, ‘নাজাত ফ্যাশন সবসময় ব্যতিক্রমী ও মানসম্মত পোশাক সরবরাহের জন্য সচেষ্ট। তাদের বোরকা গুণগত মানে উন্নত এবং দামের দিক থেকেও সাশ্রয়ী। তাদের নতুন আউটলেটের জন্য শুভ কামনা রইল।’

তিনি বলেন, আমার কাছে একটু ঢিলেঢালা পোশাক সব সময়ই ভালো লাগে। একটু ফ্যাশনেবল, একটু কমফোর্টেবল বোরকা যারা পরতে চান তাঁরা নাজাতের শোরুমে ঘুরে যেতে পারেন। আপনারা আসেন ভালো লাগবে।

নাজাত ফ্যাশনের বোরকা পরে খুব ভালো লাগছে বলেও জানান এই অভিনেত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোশাহেদ হাসান, মডেস্ট ফ্যাশন ব্লগার ও ইনফ্লুয়েন্সার তাসনুভা হৃদি, ফুড ও লাইফস্টাইল ব্লগার ফাবিয়া হাসান (ফুড আপ্পি), নাজাত ফ্যাশনের সিইও খালিদ সাইফুল্লাহসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ও গ্রাহকরা।

উল্লেখ্য, অনলাইনে মানসম্মত ও আধুনিক ডিজাইনের বোরকা সরবরাহের মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে নাজাত ফ্যাশন। নতুন আউটলেটের প্রথম ৭ দিন ক্রেতারা ২০% ছাড়ে পণ্য ক্রয় করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *