free tracking

আওয়ামী লীগ কি কর্পূরের মত উবে গেল?: আশরাফ কায়সার

আওয়ামী লীগ ও শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা হচ্ছিলো, তাতে করে গত ১৫ বছরে বাংলাদেশের ইতিহাস ধূলিস্যাৎ হওয়ার পর্যায়ে চলে গিয়েছিলো বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও কলামিস্ট আশরাফ কায়সার। তিনি প্রশ্ন তোলেন আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা তখন বাড়াবাড়ি করেছে তারা এখন কোথায় আছেন?

শনিবার (৮ মার্চ) একটি বেসরকারি টেলিভিশনের টক-শোতে আলোচনার এক পর্যায়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি প্রশ্ন তোলেন, ‘আওয়ামী লীগাররা এখন কোথায়? যারা বাড়াবাড়ি করেছেন। যারা ১৫ বছরে আমরা দেখেছি যে দিবসটি প্রলম্বিত করতে গিয়ে বা অতিরিক্ত বলতে গিয়ে, শেখ হাসিনার সামনে গিয়েআ আওয়ামী লীগের ফোরামে গিয়ে কী সব কথামালা তারা গেঁথেছিলেন। তারা কিন্তু কেউ আজকে সামনে নেই। শেখ হাসিনা পালিয়ে গেছেন। তার টপ সহযোগীরা অজ্ঞাত স্থানে লুকিয়ে গেছেন। তাহলে আওয়ামী লীগ নামের যে দলটি তারা কি কর্পূরের মত উবে গেলেন?’

তিনি বলেন, ‘ঐ ১৫ বছরে আমরা দেখলাম একের পর এক ব্যক্তিগত দিবসকে জাতীয় দিবস বানানো হচ্ছিলো। পারিবারিক দিবসগুলোকে জাতীয় দিবস বানানো হচ্ছিলো। ভাই-বোন নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করার চেষ্টা করা হচ্ছিলো। তাতে ইতিহাসের ক্ষতি হলো।সে কারণেই আমি বলেছি যে ৭ই মার্চ এখন বড়ই এতীম।

‘যেহেতু মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ একটি ব্যবসার উপাদান বানিয়েছিলো, কাজেই সেটিকে আমরা কিভাবে পালন করবো, কোন ভঙ্গিতে পালন করবো, কোনটি করলে আওয়ামী লীগের লাভ লোকসান কমবেশি হবে, তার একটি সমীকরণের ভেতরে ৭ই মার্চের মত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন কিন্তু এতীম হয়ে গেলো।’

আশরাফ কায়সার ব্যক্তিগতভাবে মনে করেন ৭ই মার্চ বাংলাদেশের সম্পত্তি এবং ঐতিহাসিক দিন। আমাদের স্বাধীকার আন্দোলনের স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের প্রেরণা দানকারী একটি ভাষণ। এবং সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। আর সেটিকে একটি রাজনৈতিক উপাদান করে দলীয় দিবস বানিয়ে আওয়ামী লীগ ক্ষতি করেছে। এটিকে অস্বীকার করে অন্য ক্যাম্পে যারা রয়েছে তারা এখনও ক্ষতি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *