free tracking

হঠাৎ রোজা নিয়ে যা বললেন : পলক

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, কারাগারে রোজা রাখতে তার কোনো কষ্ট হচ্ছে না। সোমবার (১০ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হাজিরা শেষে প্রিজন ভ্যানে নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, কারাগারে রোজা রাখতে কষ্ট হচ্ছে কি না? জবাবে পলক বলেন, “না। রোজা রাখতে কষ্ট হচ্ছে না। রিমান্ডেই রোজা শুরু হলো এবার।”

এছাড়া, ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানও জানান পলক। তিনি বলেন, “অগ্নিঝরা মার্চে ধর্ষণের বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ। জয় বাংলা বলে আগে বাড়ো। জেগে ওঠো আবারও।”

সাবেক প্রতিমন্ত্রীকে আদালতে হাজির করার পর তিনি আরও বলেন, “কথা বললেই মামলার সংখ্যা বাড়ে। পেছনে হ্যান্ডকাফ দিয়ে রাখে। কথা বলে কী লাভ?”

এদিন দুদকের করা মামলায় পলকের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা, তবে আদালত জামিন নামঞ্জুর করে আদেশ দেন।

পলকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৮ কোটি ৭৩ লাখ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে। এছাড়া, ২৫টি ব্যাংক একাউন্টে বিপুল পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন এবং বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *