free tracking

গভীর রাতে দেবর-ভাবির রিল রিল ‘খেলা’, পুড়লো ৮ ফ্ল্যাট!

সিলিন্ডার থেকে গ্যাস বাতাসে ছেড়ে দিয়ে রিল বানাচ্ছিলেন ভাবি ও দেবর। তখনই ঘটে ভয়ংকর এক দুর্ঘটনা। আগুন ধরে পুড়ে যায় সাততলা বাড়ির একাধিক ফ্ল্যাট। ভারতের মধ্য প্রদেশের গোয়ালিয়রে রবিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গোয়ালিয়রের ভিন্দ রোডের দ্য লিগ্যাসি প্লাজা নামের একটি বাসভবনে দুর্ঘটনাটি ঘটে। সেখানে একতলার একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন রঞ্জনা জাট নামের এক নারী। ৩৮ বছর বয়সী দেবর অনিল জাটের সঙ্গে প্রায়ই রিল বানাতেন তিনি।

এদিন রাত সোয়া ২টা নাগাদ সিলিন্ডারের মুখ খুলে দিয়ে ভিডিও করছিলেন। তখনই বিস্ফোরণ ঘটে। পুড়ে ছাই হয়ে যায় বহুতল ভবনের একাংশ।
এদিকে বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত ভবনের ছবি ও ভিডিও প্রকাশ পেলে সেগুলো ভাইরাল হয়।

যদিও সেগুলোর সত্যতা যাচাই করা যায়নি।

গণমাধ্যমটি জানিয়েছে, রঞ্জনা ইচ্ছাকৃতভাবে এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস ছেড়ে দেন এবং অনিল তা রেকর্ড করেছিলেন। ১৭ মিনিট ধরে সেই দৃশ্য ধারণ করা হয়। ফলে সিলিন্ডারের গ্যাস বাড়িজুড়ে ছড়িয়ে পড়ে। এরপর অনিল শুটিংয়ের জন্য আলো জ্বালালে সারা ঘরে আগুন ধরে যায়।

সেই আগুন ছড়িয়ে পড়ে ও আটটি ফ্ল্যাট পুড়ে যায়।

আহত রঞ্জনা ও অনিলকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

ইতিমধ্যে তদন্তে জানা গিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য রিল বানাতেন এই ভাবি ও দেবর। তাদের দুজনের বিরুদ্ধেই মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *