free tracking

ভাইরাল হয়ে বিপাকে পড়লেন সেই তরমুজ বিক্রেতা রনি!

‘ওই কিরে কী, মধু, মধু…. রসমালাই’, তরমুজ বিক্রি করার সময় এই কথাগুলো বলে ‘ভাইরাল’ হয়েছেন বিক্রেতা রনি।

ভাইরাল হয়ে বিপাকে পড়ছেন রনি, মুখে মাস্ক পরে চলাফেরা করতে হচ্ছে। কেন মাস্ক পরেছেন, কেউ যেন তাঁকে চিনতে না পারেন, সে জন্য মাস্ক পরেছে।

রনি বলেন, ‘ভাইরাল’ (আলোচিত) হওয়ার পর এখন তিনি লুকিয়ে থাকছেন। তাঁকে দোকানে দেখলেই ইউটিউবাররা (যাঁরা ইউটিউবে প্রচারের জন্য ভিডিও তৈরি করেন) ভিড় করেন। ভিডিও করতে চান। অনেক মানুষ ছবি তুলতে দোকানে যান। এতে তাঁর আর তরমুজ বিক্রি করা হয় না। পাশাপাশি আশপাশের বিক্রেতারা বিরক্ত হন। এ কারণে তাঁকে লুকিয়ে থাকতে হচ্ছে।

রনি বলেন, ‘দোকানদারেরা বলছে, “ভাই আপনার জন্য তো আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে।” তাই আমি এখন দোকানে থাকতে পারতেছি না। আমার কষ্ট হোক, তবু আমার কারণে আমি কারও ক্ষতি চাই না।’

রনির দোকানের পাশেই দীর্ঘদিন ধরে লেবু বিক্রি করছেন জাহাঙ্গীর নামের এক ব্যক্তি। তিনি জানান, রনি ভাইরাল হওয়ায় তাঁরও ক্ষতি হয়েছে। আগে প্রতিদিন আড়াই থেকে ৩ হাজার লেবু বিক্রি করতেন তিনি। এখন ৫০০টি বিক্রি করতেই কষ্ট হয়।

অনেকে তাকে দিয়ে নিজেদের প্রতিষ্ঠানের প্রচারণা করালেও দেননি কোন প্রতিদান।রনি বলেন,তিনি কারো থেকে কিছু চান না। শুধু ভালোবাসা চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *