free tracking

গোলশূণ্য ড্রয়ে প্রথমার্ধ শেষ করল ব্রাজিল-উরুগুয়ে!

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আজ (রবিবার) সকালে মুখোমুখি হয় ব্রাজিল-উরুগুয়ে। আক্রমণ পাল্টা আক্রমণ শেষ হয়েছে ব্রাজিল-উরুগুয়ের কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধ। তবে গোলের দেখা পায়নি কোনো দলই।

খেলার পাশাপাশি শারিরীক ও কথার আক্রমণে উত্তেজনা ছড়ায় শুরু থেকে।

ডারউইন নুনেজ আর রদ্রিগোদের কয়েকটি সুযোগ হাতছাড়া হলে গোলবঞ্চিত থাকে দুইদল। বল দখলেও ছিল সমানে সমান। উরুগুয়ে যেখানে ৫টি শট নিয়ে কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি, সেখানে তিন শটের মধ্যে দুটি লক্ষ্যে ছিল ব্রাজিলের।