free tracking

বিএনপির দুপক্ষের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি!

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির নবগঠিত কমিটি এবং পদবঞ্চিত নেতাদের মধ্যে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষের আশঙ্কায় উপজেলার পরিষদ চত্ত্বরের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার (২৬ মার্চ) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত এ আদেশ জারি থাকবে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার সকাল ৯টায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান নেতাকর্মীদের নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল। অপরদিকে বেলা ১১টায় উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী ও সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে আরেকটি গ্রুপ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। উভয়পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেন।

মিরসরাইয়ের ইউএনও মাহফুজা জেরিন বলেন, জনগণের জান-মাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে উপজেলা পরিষদের ৫০০ গজের মধ্যে আজ সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা অব্যাহত থাকবে। ওই সময়ে সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও পাঁচের অধিক মানুষের চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় আয়োজনসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। গত ২৪ মার্চ এ তিনটি ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকে পদবঞ্চিতরা উপজেলার বিভিন্ন বাজারে কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *