রাতে দেশের অন্তত ১০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। আজ রোববার (৬ এপ্রিল) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, ঢাকাসহ রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, টাঙ্গাইল ও কুমিল্লা জেলার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
????️ নদীবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশনাউল্লেখিত অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অর্থাৎ এসব এলাকার নৌ চলাচলে ঝুঁকি থাকতে পারে বলে ইঙ্গিত করছে আবহাওয়া বিভাগ।
⚠️ জনসাধারণের প্রতি পরামর্শএমন অবস্থায় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা জায়গা, নির্মাণাধীন ভবন বা গাছপালা ঘেরা জায়গায় অবস্থান করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি কৃষকদের মাঠে কাজের সময় এবং নদীপথে চলাচলরত নৌযানগুলোকে সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
আবহাওয়ার এমন আচরণকে স্বাভাবিক প্রাক-বৈশাখী ঝড়ের অংশ হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে কিছু ক্ষেত্রে এসব ঝড় ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই সতর্কতাই সর্বোত্তম প্রতিরোধ।
Leave a Reply