free tracking

যেসব কারণে রিয়া মনির সঙ্গে সম্পর্ক রাখবেন না হিরো আলম!

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম স্ত্রী রিয়া মনির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, তাঁর মুমূর্ষু বাবাকে দেখতে একবারের জন্যও হাসপাতালে যাননি রিয়া, এমনকি বাবার মৃত্যুর পর লাশ দেখতেও আসেননি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বগুড়ার সদরের এরুলিয়া গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হিরো আলম। সংবাদ সম্মেলনে কোরআন শরিফ হাতে নিয়ে নিজেকে নির্দোষ দাবি করে রিয়া মনির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি।

হিরো আলম বলেন, “আমার বাবা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন প্রায় এক মাস, আমি পাশে ছিলাম। কিন্তু রিয়া মনি একদিনও দেখতে আসেনি। এমনকি বাবার মৃত্যু হলেও মরদেহ দেখতেও এল না।”

তিনি আরও বলেন, “অনেকবার ক্ষমা করেছি রিয়াকে। কিন্তু এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি — আমি তাকে বয়কট করেছি। বয়কট মানে, তার সঙ্গে কোনো সম্পর্ক আর রাখব না।”

হিরো আলমের দাবি, রিয়া মনি তার সঙ্গে মনোমালিন্য হলেই অন্যান্য পুরুষদের সঙ্গে গান করেন, মদ্যপান করেন এবং বারে যান। অথচ একসময় কোরআন শরিফ ছুঁয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি কখনও মদ্যপান করবেন না বা বারে যাবেন না।

গত ১৫ এপ্রিল রাত ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হিরো আলমের পালিত বাবা আবদুর রাজ্জাক। শৈশবেই এই ব্যক্তি হিরো আলমের অভিভাবকত্ব গ্রহণ করেন। তাঁর প্রকৃত বাবা মারা যান ২০১৭ সালে।

১৬ এপ্রিল বাবার মরদেহ বগুড়ার বাড়িতে দাফন করা হয়। এরপর হিরো আলম নিজের ফেসবুক পেজে স্ত্রী রিয়া মনির প্রতি ক্ষোভ জানিয়ে লেখেন, “রিয়া মনিকে আমার জীবন থেকে বয়কট করলাম। কারণ, আমার বাবা হাসপাতালে ভর্তি ছিলেন, অথচ তার পরিবারের কেউ দেখতে আসেনি।”

হিরো আলমের এসব অভিযোগের জবাবে রিয়া মনি গণমাধ্যমে বলেন, “উনি মানসিকভাবে ভালো নেই, কারণ উনার বাবা মারা গেছেন। আমি এই বিষয়ে কিছু বলতে চাই না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *