ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, দেশে ইন্টারনেটের দাম তিনটি স্তরে কমানো হচ্ছে। একইসঙ্গে বেসরকারি মোবাইল অপারেটরদেরও ইন্টারনেটের দাম কমানোর আহ্বান জানানো হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি এ তথ্য জানান।
ফয়েজ তৈয়্যব জানান, ফাইবার অ্যাট হোম তিনটি স্তরে তাদের ইন্টারনেট সেবার মূল্য হ্রাস করবে আইটিসি পর্যায়ে ১০%, আইআইজি পর্যায়ে ১০%, এনটিটিএন পর্যায়ে ১৫% ।
এ নিয়ে ইন্টারনেট লাইসেন্স রেজিমের তিন থেকে চারটি স্তরে দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ইতোমধ্যে আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে সব সেবায় ১০ শতাংশ মূল্যছাড় দিয়েছে।
এছাড়া ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) জানিয়েছে, এখন থেকে ৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট সরবরাহ করবে তারা। অন্যদিকে, সরকারি মোবাইল অপারেটর টেলিটক ঈদুল ফিতরের দিন থেকে ১০ শতাংশ মূল্যছাড় দিয়েছে।
তিনটি বেসরকারি মোবাইল অপারেটরকে উদ্দেশ্য করে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সরকার ইতোমধ্যে তাদের ডিডব্লিউডিএম ও ডার্ক ফাইবার সুবিধা দিয়েছে। তাই এখন তাদের ইন্টারনেটের দাম না কমানোর কোনো যৌক্তিকতা নেই।
তিনি বলেন সরকার ইন্টারনেট অবকাঠামোতে নীতিগত সহায়তা ও যৌথ বিনিয়োগ করেছে, ফলে বেসরকারি অপারেটরদের উচিত জাতীয় উদ্যোগে অংশ নেওয়া।
তিনি আশা প্রকাশ করেন তিনটি বেসরকারি মোবাইল কোম্পানি দ্রুতই যৌক্তিক হারে মোবাইল ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা দেবে।
সবশেষে তিনি বলেন, “দেশের মোবাইল ইন্টারনেটের গুণগত মান নিয়ে গ্রাহকদের প্রশ্ন রয়েছে। মানের তুলনায় দাম অনেক বেশি। সরকার এ অবস্থার পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ এবং গ্রাহকের স্বার্থে যৌক্তিক পদক্ষেপ নেবে।”
Leave a Reply