বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে তাদের শক্তিশালী স্কোয়াড, আর তাতেই চমকে উঠেছে ক্রিকেটবিশ্ব! তারকায় ভরা এই দল দেখে অনেকেই বলছেন—এ যেন ‘জাতীয় দলের বিকল্প’! এনামুল হক বিজয়, নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, এমনকি মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেনের মতো তারকারা আছেন এই স্কোয়াডে। ব্যাটিং লাইনআপে যেমন অভিজ্ঞতা আছে, তেমনি রয়েছে তরুণ তারকাদের উদ্যম। পেস আক্রমণে মুস্তাফিজ-শরিফুল-এবাদত জুটি প্রতিপক্ষের জন্য রীতিমতো দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে।
আর স্পিন আক্রমণেও রয়েছে গভীরতা—তানভির ইসলাম ও নাঈম হাসান ঘূর্ণির জাদু দেখাতে প্রস্তুত। অলরাউন্ডার দলে মোসাদ্দেক হোসেন সৈকত ও শামীম হোসেন পাটোয়ারির মতো চমকপ্রদ খেলোয়াড়রা যোগ করবেন বাড়তি শক্তি। উইকেটের পেছনে নির্ভরতার আরেক নাম নুরুল হাসান সোহান সামলাবেন দায়িত্ব।
তবে সবচেয়ে বড় চমক হলো—স্কোয়াড ঘোষণা হলেও অধিনায়কের নাম এখনও প্রকাশ করা হয়নি! এই রহস্য সমর্থকদের মধ্যে সৃষ্টি করেছে বাড়তি উত্তেজনা। কে হবেন নেতা? এনামুল বিজয় নাকি নুরুল হাসান সোহান? উত্তর এখনও অধরা।
নিউজিল্যান্ড ‘এ’ দল ১ মে বাংলাদেশে পা রাখবে। এরপর ৫ মে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে ৫ মে, দ্বিতীয় ৭ মে এবং তৃতীয় ওয়ানডে ১০ মে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের পর ১৪ মে থেকে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ, সিলেটে। সিরিজের শেষ চারদিনের ম্যাচ গড়াবে ২১ মে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এ সিরিজ কেবল দুই দলের দ্বিপাক্ষিক লড়াই নয়, বরং দুই দেশের তরুণ ক্রিকেটারদের জন্য নিজেদের প্রমাণের মঞ্চ। পুরনো অপেক্ষার অবসান ঘটাতে এবং জাতীয় দলে জায়গা করে নিতে এখন সবাই মুখিয়ে আছে।
সত্যি বলতে, বাংলাদেশের স্কোয়াড দেখে নিউজিল্যান্ডও এখন নিশ্চয়ই বাড়তি সতর্কতায় রয়েছে। আর অধিনায়কত্বের নাটকীয় মোড় যে পুরো সিরিজের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই!
Leave a Reply