free tracking

উত্তেজিত আইপিএল : আম্পায়রের সঙ্গে কথা কাটাকাটি!

আইপিএলে গুজরাট টাইটানস ৩৮ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। ব্যাট হাতে ৩৮ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয়ে মুখ্য ভূমিকা রাখলেও গুজরাট অধিনায়ক শুভমান গিল শিরোনামে এসেছেন অন্য কারণে—ম্যাচে দুইবার আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে।

প্রথম দফা বিতর্ক: রান আউট সিদ্ধান্ত ঘিরেগুজরাটের ইনিংসে ১৩তম ওভারে রান নিতে গিয়ে গিল রান আউট হন। কিন্তু রিপ্লেতে দেখা যায়, উইকেটরক্ষক ক্লাসেনের গ্লাভসের ছোঁয়ায় স্টাম্প ভেঙেছে বল স্টাম্পে লাগার আগেই। থার্ড আম্পায়ার গিলকে আউট দিলেও সিদ্ধান্তে ছিল বিতর্কের রেশ। ক্ষুব্ধ গিল মাঠেই আম্পায়ারের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন।

দ্বিতীয় দফা বিতর্ক: এলবিডব্লিউ আবেদনহায়দরাবাদের ইনিংসের সময় ১৪তম ওভারে প্রসিধ কৃষ্ণার বলে অভিষেক শর্মার বিরুদ্ধে এলবিডব্লিউ’র আবেদন করেন গিল ও তার সতীর্থরা। আম্পায়ার আবেদন নাকচ করলে গিল রিভিউ নেন। টিভি রিপ্লেতে শুধু ইমপ্যাক্ট ও স্টাম্প হিট দেখানো হয়, পিচিং পয়েন্ট দেখানো হয়নি। এতে অসন্তুষ্ট হয়ে গিল ফের উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ান আম্পায়ারের সঙ্গে।

এ সময় অভিষেক শর্মা—যিনি গিলের শৈশবের বন্ধু—সামনে এগিয়ে এসে তাকে শান্ত করার চেষ্টা করেন।

আইন যা বলে:ক্রিকেট আইনের ধারা ৩৬ অনুযায়ী,

ব্যাটসম্যান শট খেলার সময় যদি ইমপ্যাক্ট অফ স্টাম্পের বাইরে হয়, তবে এলবিডব্লিউ হতে পারেন না।

ফুলটস হলেও এই নিয়ম প্রযোজ্য।

এই হিসাবে, আম্পায়ারের সিদ্ধান্ত যুক্তিযুক্ত বলেই ধরে নেওয়া যায়। গিলের প্রতিক্রিয়া তাই নিয়ম অনুযায়ী অতিরিক্তই ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিতর্কের মাঝে পারফরম্যান্সসব বিতর্ক ছাপিয়ে, শুভমান গিলের ৭৬ রানের ইনিংস গুজরাটকে এনে দেয় শক্তিশালী স্কোর, যা ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ম্যাচ শেষে তার আম্পায়ারদের প্রতি অসন্তোষ এবং বারবার উত্তেজিত প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে তার নেতৃত্ব ও আচরণ নিয়েও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *