শ্রীলংকার বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হারলেও পরের টানা তিনটিতে জিতে রীতিমতো উড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ (শনিবার)কলম্বোতে জাওয়াদ আবরারের সেঞ্চুরিতে শ্রীলংকার যুব দলকে ১৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেলেন আজিজুল হাকিম তামিমরা।
সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি করা জাওয়াদের ১১৩ রানের ইনিংসের ভর করে ৮ উইকেটে ৩৩৬ রান তোলে বাংলাদেশ। বড় এই লক্ষ্য তাড়া করতে নেমে আল ফাহাদের পেসের সাথে আজিজুল তামিম-সানজিদ মজুমদারের স্পিন জাদুতে মাত্র ৩৮.৪ ওভারেই ১৯০ রানে অলআউট হয় শ্রীলংকা।
রান তাড়ায় নেমে কোনোরকমে দলীয় শত রান না পেরোতেই প্রথম ছয় ব্যাটারকে হারায় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন ভিমাথ ভিনসারা। সানজিদের বলে তামিমের হাতে ক্যাচ দেন এই ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলা রাসিথ নিমসারা আউট হয়েছেন দলের শেষ ব্যাটার হিসেবে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেম ৮২ রানের মধ্যে দুই ব্যাটার কালাম সিদ্দিকি ও তামিমকে হারালেও জাওয়াদ-রিজানের ব্যাটে বড় সংগ্রহের দিকে এগোয় বাংলাদেশ। তৃতীয় উইকেটে দুজন মিলে গড়েন ১৩৩ রানের জুটি। ইনিংসের ৩৯ তম ওভারে ব্যক্তিগত ১১৩ রানের নাভোদ্যার বলে নিমসারার হাতে ক্যাচ দিয়ে আউট হন ডানহাতি জাওয়াদ। রিজানের সামনে সেঞ্চুরির সুযোগ থাকলে ৮২ রানের বেশি আর এগোতে পারেননি তিনি।
সিরিজের বাকি দুই ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে আগামী ৫ ও ৮ মে।
Leave a Reply