free tracking

বিয়ের পাঁচ মাসের মাথায় নাগা-শোভিতাকে নিয়ে নতুন গুঞ্জন!

বলিউড অভিনেত্রী শোভিতা ধুলিপালা বেশিরভাগ অনুষ্ঠানে ঢিলেঢালা পোষাকে হাজির হচ্ছেন। এ নিয়ে নতুন গুঞ্জনে মেতেছেন দর্শকরা। জানুয়ারি মাসে শোভিতাকে বিয়ে করেন অভিনেতা নাগা চৈতন্য। তাহলে কি বিয়ের পাঁচ মাসেই মা হতে চলেছেন অভিনেত্রী।

সম্প্রতি ‘ওয়ার্ল্ড অডিও ভিস্যুয়াল এবং এন্টারটেনমেন্ট সামিট’-এ উপস্থিত হয়েছিলেন এই জুটি। সেই ছবি প্রকাশ্যে আসার পর আলোচনা আরও বেড়েছে।

দর্শকরা বলেছেন, ইদানিং বেশিরভাগ সময়ই ঢিলেঢালা পোশাক পরছেন শোভিতা। সেটা দেখে অনেকেই ধরে নিয়েছেন এবার বুঝি সুখবর শোনাতে চলেছেন নায়িকা।

অবশ্য বলিউডে এমন গুঞ্জন আরও অনেকের বেলায়ই উঠেছে। বিয়ের এক মাসের মাথায় আলিয়া ভাট ও রণবীর কাপূর সুখবর শুনিয়েছিলেন।

ঘটা করেই অভিনেত্রীকে বিয়ে করেন নাগা। বিয়ের পর থেকে তাদের সাংসারিক জীবনের খুঁটিনাটি জানতে আগ্রহী দর্শক। কিছুদিন আগে একটি পত্রিকাকে সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্যের নানা দিক তুলে ধরেন তারা। কে প্রথম কার থেকে ক্ষমা চেয়েছিলেন, কে ভালো রান্না করেন, এই সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন তারকা জুটি।

প্রশ্ন করা হয়েছিল ভুল করলে কে ক্ষমা চায়? শোভিতা বলেন, ‘সব সময় আমি।’

নাগা জানান, তিনি ধন্যবাদ বা ক্ষমা চাওয়ায় বিশ্বাসী নন। কে ভালো রান্না করেন প্রশ্ন করলে চৈতন্য বলেন, ‘আমাদের মধ্যে কেউ রান্না করে না।’

শোভিতা বলেন, ‘নাগা রাতে আমার জন্য হট চকোলেট, কফি এগুলো বানায়।’

স্ত্রীর কথায় হাসতে হাসতে নাগা বলেন, ‘এগুলোকে রান্না বলে না। ন্যূনতম শিক্ষা যেগুলো, সেগুলো তোমার নেই।’ স্বামীর কথায় সম্মতি জানান শোভিতা।

তবে এখানেই থেমে যাননি নাগা। এবার শোভিতার অসুস্থতাকে নাটকের আখ্যা দিলেন। আসলে তাদের কাছে জানতে চাওয়া হয় দুজনের মধ্যে কে বেশি অসুস্থ হয়ে পড়েন!

তাতেই শোভিতা জানান, তিনি নাকি প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। যদিও স্বামী চৈতন্য অসুস্থ হলে একটু অন্য ধরনের আচরণ করেন।

স্ত্রীর কথা শেষ হতেই নাগা বলেন, ‘একদম না, ও যখন অসুস্থ হয়, তখন ও এমন করতে শুরু করে যেন মনে হয় এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। ও যত না অসুস্থ হয় তার থেকে বেশি নাটক করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *