free tracking

ক্রিকেটে নতুন ইতিহাস : ৭ জন ‘ডাক’—কি ঘটেছিল সেই রহস্যময় টি-২০ তে!

নারী আন্তর্জাতিক ক্রিকেটে ঘটেছে এক চরম অদ্ভুত ঘটনা, যা ইতিহাসে নজিরবিহীন। এক ম্যাচে একটি দলের ১০ ব্যাটারই ‘রিটায়ার্ড আউট’, অন্যদিকে প্রতিপক্ষের ৭ ব্যাটারই শূন্য রানে আউট—বিশ্বাস না হলেও সত্যি। ঘটনাটি ঘটেছে ব্যাংককে অনুষ্ঠিত নারী টি-২০ বিশ্বকাপ এশিয়া কোয়ালিফায়ারে, যেখানে মুখোমুখি হয়েছিল সংযুক্ত আরব আমিরাত (UAE) এবং কাতার নারী ক্রিকেট দল।

টসে জিতে ব্যাট করতে নামে আমিরাত। ওপেনিং জুটিতে তারা তুলে ফেলে অবিশ্বাস্য ১৯২ রান মাত্র ১৬ ওভারে। অধিনায়ক ঈশা রোহিত ঝড়ো ইনিংস খেলেন ৫৫ বলে ১১৩ রানের, সঙ্গে আরেক ওপেনার তীর্থা সাথিশ করেন ৭৪ রান। এরপরই ঘটে ইতিহাস—দলের বাকি ৮ ব্যাটার একে একে নিজেদের ‘রিটায়ার্ড আউট’ ঘোষণা করে মাঠ ছাড়েন, কোন বল না খেলেই! ব্যাট করতে আসেননি এমনকি ১০ নম্বর পর্যন্ত কেউই। কেবলমাত্র ১১ নম্বর ব্যাটার কেজিয়া সাবিন ছিলেন অপরাজিত।

বর্ষণের কারণে খেলা ব্যাহত হলেও বিশ্বকাপের টিকিটের হিসাব মেলাতে ম্যাচের ফলাফল নির্ধারণ করা ছিল আবশ্যক। তাই এমন বিরল কৌশল নিয়েই শেষ করা হয় আমিরাতের ইনিংস। তবে কাহিনির এখানেই শেষ নয়—লক্ষ্য তাড়া করতে নেমে কাতার নারীরা মাত্র ২৯ রানেই গুটিয়ে যায় ১১.১ ওভারে! দলের ৭ জন ব্যাটার শূন্য রানে ফিরলে বড় ব্যবধানে পরাজিত হয় তারা। একমাত্র রেজ এম্যানুয়েল করেন ২০ রান।

এই ম্যাচের এমন ব্যতিক্রমী কৌশল, ব্যাটারদের রিটায়ার্ড আউট এবং প্রতিপক্ষের অসহায় আত্মসমর্পণ বিশ্ব ক্রিকেটে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। ম্যাচটা কেবল জয়-পরাজয়ের নয়, কৌশল, বিতর্ক ও ইতিহাস গড়ার রোমাঞ্চে ভরপুর এক নাটকীয় অধ্যায় হয়ে থাকল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *