আর্জেন্টিনার উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া আগেই ঘোষণা দিয়েছিলেন, এবারের কোপা আমেরিকা খেলেই অবসরে যাবেন। আন্তর্জাতিক ফুটবলে কোপার ফাইনাল দিয়েই বিদায় জানানোর সুযোগ পাচ্ছেন তিনি।
সেমিফাইনালে কানাডার বিপক্ষে জয়ের পর মারিয়া জানিয়েছেন, সতীর্থের কাছ থেকে তার ভালোবাসা পাওয়ার কথা। তিনি এটাও জানিয়েছেন, অবসরের সিদ্ধান্তটা পাল্টাবেন না তিনি।
আগামী সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় কোপার ফাইনাল খেলতে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনার জার্সিতে এটাই হবে ৩৬ বছর বয়সি ডি মারিয়ার শেষ ম্যাচ।
সেমিফাইনালে নামার আগে মারিয়ার সতীর্থরা যে বার্তা দিয়েছিলেন, তা সংবাদমাধ্যমে বলতে গিয়ে কেঁদেছেন তিনি। মারিয়া বলেন, ‘আজকে মাঠে ঢোকার আগে লিও একটা বক্তব্য দেয়, যেখানে সে বলে তারা আমার জন্য ফাইনালে যেতে চায়।’
মারিয়া আরো বলেন, ‘আমি এটা শুনে গর্বিত হয়েছি। এই দলটা আমাকে সবকিছু দিয়েছে। এখন আর একটি ম্যাচই বাকি আছে। ১৪ জুলাই (বাংলাদেশে ১৫ জুলাই) যাই হোক না কেন, আমি দরজা দিয়ে বেরিয়ে যাবো (অবসর)।’
এরপর তিনি বলেন, ‘আমি নিজের সবকিছু দিয়েছি। সবসময় নিজের জীবন দিয়ে দিয়েছি এই জার্সির জন্য। একটা সময় অবধি এটা আমাকে ছুয়ে যায়নি, কিন্তু পরেরদিকে গেছে। যারা আমাকে সমর্থন করেছে, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।’
বর্তমানে অনেকেই অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন। তবে মারিয়ার এমন কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার সতীর্থরা জানে, সিদ্ধান্ত পাল্টাব না। ব্যাপারটি আগেই চূড়ান্ত হয়েছে। তারা আমার সিদ্ধান্তকে সমর্থন দিয়েছে।’
মারিয়া যোগ করেন, ‘মনে হচ্ছে এখনো চালিয়ে যেতে পারব, তবে সময় এটাই। যা যা দিতে হতো, সেসবের সবকিছু নিংড়ে দিয়ে এখন হাতে আর একটি ম্যাচই আছে। এই জার্সির জন্য আমি সর্বস্ব দিয়েছি। আমার মনে হয়, বিদায় বলার এটাই সেরা সময়।’
Leave a Reply