free tracking

দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক?

দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে পিনাকী-ইলিয়াস-কনক একসঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্য।

বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ ঘিরে বিতর্কের প্রেক্ষাপটে এ ঘোষণা দেন তিনি।

আজ শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১১টার দিকে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন—দেশের প্রয়োজন হলে, এবং অধ্যাপক ইউনূসের পাশে দাঁড়ানোর প্রয়োজন দেখা দিলে, পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক কনক সারওয়ার ও লেখক ইলিয়াস হোসেন একসঙ্গে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

একই বার্তা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন।

তিনিও পিনাকীর দেওয়ার ফেসবুক কার্ডটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন, ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *