আগামী বৃহস্পতিবার (৭ জুন) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৭ জুন (১০ জিলহজ) শনিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে সরকার ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকারি চাকরিজীবীদের জন্য।
বুধবার (২৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। কমিটি জানিয়েছে, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও স্থানীয় কার্যালয়, মহাকাশ গবেষণা কেন্দ্র এবং দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখা গেছে।
চাঁদ দেখা কমিটি সভা শেষে জানায়, সন্ধ্যার পর বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রামের আকাশে প্রথম চাঁদের দেখা পাওয়া যায়।
ফলে বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাসের গণনা শুরু হবে এবং আগামী ১০ জিলহজ অর্থাৎ ৭ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।
অন্যদিকে সৌদি আরবে মঙ্গলবার চাঁদ দেখা যাওয়ায় বুধবার (২৮ মে) থেকে সেখানে জিলহজ মাস শুরু হয়েছে। সে অনুযায়ী, ৯ জিলহজ অর্থাৎ ৫ জুন আরাফাত দিবস এবং ৬ জুন সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে।
এদিকে বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য ঈদ উপলক্ষে ৫ জুন (বুধবার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ে সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে।
Leave a Reply