দেশের বাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম। জুন মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমানো হয়েছে। একই সঙ্গে পেট্রল ও অকটেনের দাম লিটারে ৩ টাকা কমানো হয়েছে।
শনিবার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নতুন দাম ঘোষণা করা হয়। নতুন দাম রবিবার (১ জুন) থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতি লিটার ডিজেলের দাম ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রলের দাম লিটারে ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা করা হয়েছে। অকটেনের দামও ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছে। এছাড়াও কেরোসিনের নতুন দর নির্ধারণ করা হয়েছে ১১৪ টাকা লিটার প্রতি।
এর আগে মে মাসে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা করা হয়েছিল। অকটেন ও পেট্রলের দাম ১ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২৫ ও ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।
গত কয়েক মাসে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। ফেব্রুয়ারিতে লিটারে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম এক টাকা বৃদ্ধি পেয়েছিল।
২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি থেকে সরকার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুযায়ী প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়।
নির্দেশিকায় বলা হয়েছে, বাংলাদেশে ব্যক্তিগত যানবাহনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অকটেন ও পেট্রল। তাই বাস্তবতার বিবেচনায় বিলাসদ্রব্য হিসেবে ডিজেলের তুলনায় অকটেন ও পেট্রলের দাম সব সময় বেশি রাখা হয়।
Leave a Reply