বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের আজ অভিষেক হচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে আজ (২ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে গড়াবে বিকেল ৩টায়। তবে তার চেয়েও বড় আলোচনার বিষয়—মুশফিক ও মাহমুদউল্লাহর জায়গায় কারা খেলবেন?
দলের দুই অভিজ্ঞ স্তম্ভ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ অবসরে যাওয়ায় তাদের অভাবটা অনুভব করাই স্বাভাবিক। তবে মিরাজ বলছেন, “এটা এখন নতুনদের জন্য দারুণ সুযোগ। ভালো করলে দীর্ঘমেয়াদে জায়গা পাকা করা যাবে।”
মিরাজের পরিকল্পনায় কে কোথায়?সংবাদ সম্মেলনে সরাসরি জানিয়ে দিলেন অধিনায়ক মিরাজ— “মুশফিক-মাহমুদউল্লাহর জায়গায় নতুন কাউকে বসিয়ে দেওয়া যাবে না, সময় লাগবে। তবে দুইটি জায়গার একটিতে আমি নিজেই ব্যাট করতে পারি, আরেকটিতে হয়তো লিটন দাসকে খেলাতে পারি।”
এই বক্তব্য থেকেই স্পষ্ট যে, দলের মিডল অর্ডারে বড় ইনিংস গড়ার দায়িত্ব নিতে নিজেকে ও লিটনকে প্রস্তুত করছেন মিরাজ।
বিশ্লেষণ: মিরাজ যদি ব্যাটিং করেন ৫ বা ৬ নম্বরে, তাহলে লিটনের ব্যাট নামতে পারে ৪ নম্বরে। এটিই ছিল মাহমুদউল্লাহ-মুশফিকের চিরাচরিত পজিশন, যা এখন দুই তরুণ কাঁধে তুলে নিচ্ছেন।
লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ!২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে দল গোছানোর কথা জানিয়ে মিরাজ বলেন,
“এখন যারা এসেছে, তাদের পারফর্ম করতেই হবে। এই সময়ের মধ্যেই বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে হবে।”
অতীত থেকে শিক্ষা, ভবিষ্যতের পথে দল২০১০ সালের পর এবারই প্রথম বাংলাদেশ খেলছে একদম নতুন নেতৃত্বে, পঞ্চপাণ্ডবদের ছায়া ছাড়া। এমন পরিবর্তনের মধ্যে দল তৈরি করতে সময় লাগবে—এ কথা বলেই সকল সমালোচনার জবাব দিয়ে দিয়েছেন মিরাজ।
তাহলে কি আজ থেকেই শুরু হচ্ছে এক নতুন টাইগার যুগ?মুশফিক-মাহমুদউল্লাহর অবসরের পর শূন্যস্থান পূরণে কেমন করেন মিরাজ-লিটনরা, সেটাই এখন দেখার।
সরাসরি দেখুন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে — আজ বিকেল ৩টায়, টি-স্পোর্টস-এ।
Leave a Reply