আজ রোববার (৬ জুলাই ২০২৫) দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি।
এ অবস্থায় সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, আবহাওয়ার আরেকটি সতর্ক বার্তায় জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে সকাল ১০টার মধ্যে কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।
পরামর্শ: ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply