ফিফা ক্লাব বিশ্বকাপে টানটান উত্তেজনার ম্যাচে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে নয়জনের পিএসজি। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর এ লড়াইয়ে গোল পাননি বায়ার্নের কেউ, বরং লাল কার্ডে দুই খেলোয়াড় হারিয়েও শেষ হাসি হাসে ফরাসি ক্লাবটি।
প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণেও গোলশূন্য থাকে ম্যাচটি। দ্বিতীয়ার্ধে ৭৮তম মিনিটে দেজিরে দুয়ের নিচু শটে এগিয়ে যায় পিএসজি। ম্যাচের শেষভাগে দুজন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও পিএসজির পারফরম্যান্সে তার প্রভাব পড়ে না।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বদলি নামা লুকাস হার্নান্দেজ সরাসরি লাল কার্ড দেখেন, তার আগেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উইলিয়ান পাচো। তবুও উসমান দেম্বেলে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন প্যারিসিয়ানদের।
বায়ার্ন ম্যাচজুড়ে বল পজেশনে এগিয়ে থাকলেও (৫৫%) ও ১৩টি শট নেওয়ার পরও গোলের দেখা পায়নি। পিএসজি নেয় ১১টি শট, যার ৫টি ছিল লক্ষ্যে। উল্লেখযোগ্যভাবে, ম্যাচের শুরুতে জামাল মুসিয়ালার ইনজুরি বায়ার্নের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। এছাড়াও ম্যাচটি ছিল বায়ার্ন কিংবদন্তি টমাস মুলারের বিদায়ী ম্যাচ, কিন্তু দল তাকে জয় উপহার দিতে ব্যর্থ হয়।
চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি এই জয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাল, যেখানে তাদের আরও বড় পরীক্ষার অপেক্ষা।
Leave a Reply