free tracking

বড় দু:সংবাদ : বিপদে বাংলাদেশ ক্রিকেট দল, মহাচিন্তায় অধিনায়ক মিরাজ!

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। তবে এই জয়ের আনন্দের মাঝেই টাইগার শিবিরে নেমে এসেছে বড় দুঃসংবাদ। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডের আগে চোটে পড়েছেন দলের অন্যতম ভরসা নাজমুল হোসেন শান্ত। ফলে শেষ ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে চলাকালে ফিল্ডিং করার সময় চোট পান শান্ত। বাউন্ডারির কাছে ডাইভ দিয়ে বল ঠেকাতে গিয়ে কোমরে চোট লাগে এই বাঁহাতি ব্যাটারের। সঙ্গে সঙ্গেই ফিজিও ছুটে আসেন তার কাছে, এবং এরপর মাঠ ছাড়েন শান্ত। এরপর আর মাঠে ফেরেননি তিনি।

শোনা যাচ্ছে, চোট পাওয়ার পর থেকেই তিনি বেশ অস্বস্তি অনুভব করছেন এবং পুরো ম্যাচজুড়ে ফিল্ডিংয়ে আর অংশ নিতে পারেননি। বিষয়টি গুরুতর হলে তৃতীয় ওয়ানডেতে শান্তকে ছাড়া মাঠে নামতে হতে পারে বাংলাদেশকে। এ বছরের শুরুতেও তিনি একই ধরনের কোমরের চোটে ভুগেছিলেন এবং দীর্ঘ বিশ্রাম শেষে দলে ফিরেছিলেন।

বিসিবির মেডিকেল বিভাগ শান্তকে পর্যবেক্ষণে রেখেছে। দুই দিনের বিরতির মধ্যে তার চোটের অবস্থা মূল্যায়ন করা হবে এবং এরপরই সিদ্ধান্ত হবে তিনি শেষ ওয়ানডেতে খেলতে পারবেন কি না।

এর আগে টেস্ট সিরিজ শেষে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন শান্ত। তার আগে টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় এই তরুণ তারকাকে। এরপরেও পারফরম্যান্সে দলে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি। শান্ত না খেলতে পারলে টাইগারদের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা লাগবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন ওপেনার নাঈম শেখ অথবা অফফর্মে থাকা লিটন দাস। তবে এই মুহূর্তে শান্তকে হারানো মিরাজের অধীনে দলে ব্যালান্স নষ্ট করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগামী ৮ জুলাই পাল্লেকেলেতে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে। তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। জয় যেই দিকেই হোক, সিরিজ হবে সেই দলের—আর তাই টাইগারদের জন্য এটি একরকম ফাইনাল ম্যাচই। শান্ত যদি না খেলতে পারেন, তবে সেটি হবে বাংলাদেশ দলের জন্য এক বড় ধাক্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *