২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষায় অংশ নেয় ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী, যা গত বছরের চেয়ে প্রায় এক লাখ কম। তবে সবচেয়ে আলোচিত বিষয় হলো—এ বছরের গড় পাসের হার মাত্র ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম।
তার মাঝেও সাফল্যের আলো ছড়িয়েছে দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল কলেজ। এই প্রতিষ্ঠানের এক শিক্ষার্থী ফল হাতে পেয়েই আনন্দে বলে ওঠেন— “বাবাকে বলব, বাবা টাকা দাও, আইফোন কিনবো… আর ৫০ কেজি মিষ্টি বিলাবো! খালি এলাকায় বিলাবো, মিষ্টি খালি বিলাবো!”
এত আনন্দের পেছনে আছে কঠোর পরিশ্রম, শিক্ষক ও পরিবারে সহানুভূতির অবদান। ওই শিক্ষার্থী আরও বলেন— “আমরা শুধু নিজেদের ধন্যবাদ দিচ্ছি না, পরিবারের প্রতিও কৃতজ্ঞ। বাবা-মা অনেক স্যাক্রিফাইস করেছে, টিচাররাও অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আমরা আজ এখানে।”
একই সঙ্গে শিক্ষার্থীরা জানান, তাঁরা নিয়মিত পড়াশোনা করেছেন, গেম বা সামাজিক মাধ্যমে সময় অপচয় করেননি। “আমরা অন্যদের মতো না, আমরা রেগুলারলি পড়ি। আর সেই কারণেই গোল্ডেন এ প্লাস পেয়েছি। এটা আমাদের একার না, আমাদের পরিবার, শিক্ষক, এমনকি পুরো দেশের সবার।”
অনেকেই ফলাফল হাতে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি। চোখ ভিজেছে খুশির অশ্রুতে। “আমি কান্না করে ফেলছি। এত খুশি হইছি! সামনে আরও ভালো কিছু করতে চাই। ভালো মানুষ হতে চাই। সবাই দোয়া করবেন।”
উল্লেখ্য, এ বছর জিপিএ-৫ পেয়েছেন মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী এবং ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র।
যদিও পাসের হার কমেছে, তারপরও যারা কঠোর পরিশ্রম করেছেন, তারা পেয়েছেন কাঙ্ক্ষিত ফল। এই অর্জন শুধু একজন শিক্ষার্থীর না—এটা মা-বাবা, শিক্ষক, সমাজ এবং দেশের সম্মিলিত গর্ব।
Leave a Reply