free tracking

এইমাত্র পাওয়া : ঢাকাসহ সারাদেশের জন্য আসছে বড় দুঃসংবাদ!

ঢাকাসহ ৬ বিভাগে তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

রোববার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

স্ট্যাটাসে তিনি বলেন, রোববার দুপুর ২ টা ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগ ছাড়া অন্য ৬টি বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ: ঢাকা শহরসহ ঢাকা বিভাগের সকল জেলায় দুপুর আড়াইটার পর থেকে রাত ১০টা পর্যন্ত বৃষ্টিপাতের আশংকা করা হচ্ছে। এ ছাড়া দুপুর সাড়ে ৩টার পর থেকে রাত ৮টার মধ্যে ঢাকা শহরে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

খুলনা বিভাগ: খুলনা বিভাগের সকল জেলায় সম্ভাব্য দুপুর আড়াইটার পর থেকে রাত ১০ টা পর্যন্ত মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।।

বরিশাল বিভাগ: বরিশাল জেলায় সম্ভাব্য দুপুর আড়াইটার পর থেকে বিকেল ৪টা পর্যন্ত মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

চট্রগ্রাম বিভাগ: কুমিল্লা উত্তর, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাক্ষণবাড়িয়া, চট্রগ্রাম দুপুর ৩টার পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

রংপুর বিভাগ: কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাটে দুপুর আড়াইটার পর থেকে বিকেল ৫টা পর্যন্ত মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁওয়ে বিকেল ৪টার পর থেকে রাত ১০টা পর্যন্ত।

রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের সকল জেলায় দুপুর ৩ টার পর থেকে রাত ১০টা পর্যন্ত মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ: জামালপুর, শেরপুর বিকেল ৪টার পর থেকে রাত ৮টা পর্যন্ত মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *