free tracking

প্রবাসীদের জন্য শেষ সুযোগ! ৩১ জুলাইয়ের পর কঠোর ব্যবস্থা!

ওমানে বসবাসরত সকল অবৈধ প্রবাসী ও নিয়োগকর্তাদের জন্য চূড়ান্ত সতর্কবার্তা জারি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। চলমান ‘আইনি অবস্থান সংশোধন কর্মসূচি’র সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩১ জুলাই ২০২৫। নির্ধারিত এই সময়সীমার পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না— এমনটি কঠোর ভাষায় জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

ওমানের শ্রম মন্ত্রণালয় জানায়, যেসব প্রবাসী ও নিয়োগকর্তারা এখনও শ্রমিক কার্ড, ভিসা বা আবাসনের বৈধতা নিশ্চিত করেননি, তাদের দ্রুতই এই মওকুফ কর্মসূচির সুযোগ গ্রহণ করতে হবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্টরা জরিমানা ছাড়াই বৈধতা পুনঃনবায়নের আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, গত জানুয়ারিতে ওমানি মন্ত্রিসভা এক বিশাল ছাড়-উদ্যোগ অনুমোদন করে, যার আর্থিক মূল্য প্রায় ৬০ মিলিয়ন ওমানি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৫০ কোটি টাকা)। এই কর্মসূচির মূল লক্ষ্য ওমানের শ্রমবাজারকে আইনত সুসংগঠিত রাখা, নিয়োগকর্তা ও শ্রমিক উভয়ের অধিকার নিশ্চিত করা এবং একটি স্বচ্ছ, কার্যকর শ্রম পরিবেশ তৈরি করা।

ওমান সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ৬ লাখ ২২ হাজার বাংলাদেশি শ্রমিক রয়েছেন, যা বিদেশি শ্রমশক্তির একটি বড় অংশ। ভারত ও পাকিস্তান মিলিয়ে এই সংখ্যা আরও কয়েক লাখ। এদের সবার জন্য এই বৈধতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ওমান সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত পরিষেবা চ্যানেলের মাধ্যমে অনলাইনে এই আবেদন করা যাবে। যারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করবেন না, তাদের বিরুদ্ধে জরিমানা, ডিপোর্ট বা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে— আর দেরি নয়, এখনই বৈধতা নিশ্চিত করুন। নয়তো সামনে অপেক্ষা করছে কঠিন পরিণতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *