free tracking

বন্ধ হয়ে যাচ্ছে ৬৭ লাখ সিম, তালিকায় যেসব গ্রাহক!

মোবাইল সিম ব্যবহারের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সম্প্রতি অনুষ্ঠিত বিটিআরসির নিয়মিত কমিশন বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, একজন গ্রাহকের নামে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম ব্যবহারের সীমা নির্ধারণ করা হয়েছে। যাদের নামে অতিরিক্ত সিম রয়েছে সেগুলো ধাপে ধাপে নিষ্ক্রিয় করে দেওয়া হবে।

নতুন এই সিদ্ধান্ত আগামী ১৫ আগস্ট থেকে কার্যকর হবে। ফলে প্রায় ২৬ লাখ গ্রাহকের নামে থাকা ৬৭ লাখ অতিরিক্ত সিম বন্ধ হয়ে যাবে।

সম্প্রতি সিম জালিয়াতি, অপরাধমূলক কর্মকাণ্ড ও ভুয়া নিবন্ধনের মাধ্যমে প্রতারণা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, যাদের নামে ১০টির বেশি সিম রয়েছে, তাদের একটি তালিকা তৈরি করে মোবাইল অপারেটরদের কাছে পাঠানো হবে। অপারেটররা ওই গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে জানতে চাইবে, কোন ১০টি সিম তারা রাখতে চান।

এ ছাড়া সিম বাছাইয়ের ক্ষেত্রে যেসব নম্বর থেকে বেশি কল বা ডেটা ব্যবহৃত হয় এবং যেগুলো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (যেমন বিকাশ, নগদ, রকেট) সঙ্গে যুক্ত সেগুলো অগ্রাধিকার পাবে।

আগামী ১৫ জুলাই অপারেটরসহ সংশ্লিষ্ট সব পক্ষকে এ বিষয়ে নির্দেশনা দেবে বিটিআরসি।

উল্লেখ্য, বর্তমানে দেশে নিবন্ধিত প্রকৃত মোবাইল গ্রাহকের সংখ্যা প্রায় ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশের বেশি গ্রাহকের নামে পাঁচটি বা তার কম সিম রয়েছে। ৬ থেকে ১০টি সিম রয়েছে ১৬ দশমিক ২৩ শতাংশ গ্রাহকের নামে, আর ১১ থেকে ১৫টি সিম ব্যবহার করছেন মাত্র ৩ দশমিক ৪৫ শতাংশ গ্রাহক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *