আজ ১৫ জুলাই, ২০২৫ (মঙ্গলবার), টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। দিনটিতে বাংলাদেশের নারী দল মাঠে নামবে ভুটানের বিপক্ষে, যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের ম্যাচটি বিকাল ৩টায় শুরু হবে। অন্যদিকে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়। ফুটবলপ্রেমীদের জন্য এটি হতে চলেছে এক জমজমাট বিকেল ও সন্ধ্যা।
আজকের খেলা – ১৫ জুলাই ২০২৫ (মঙ্গলবার)
খেলার ধরণ | প্রতিযোগিতা | দলসমূহ | সময় | সম্প্রচার মাধ্যম |
---|---|---|---|---|
ফুটবল | সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল | বাংলাদেশ বনাম ভুটান | বিকাল ৩টা | টি স্পোর্টস |
ফুটবল | সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল | শ্রীলঙ্কা বনাম নেপাল | সন্ধ্যা ৭টা | টি স্পোর্টস |
ফুটবলপ্রেমী দর্শকদের জন্য আজকের দিনটি হতে পারে বিশেষ। প্রিয় দলের জন্য সমর্থন দিতে ভুলবেন না।
Leave a Reply