free tracking

আয়কর রিটার্ন ছাড়া মিলবে না যে ৩৯টি সরকারি-বেসরকারি সেবা!

চলতি ২০২৪-২৫ অর্থবছর থেকে ৩৯ ধরনের সরকারি ও বেসরকারি সেবা পেতে হলে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দিতে হবে। এমন নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রিটার্ন জমা না দিলে এসব সেবা নাগরিকদের জন্য অপ্রাপ্তিযোগ্য হয়ে যাবে।

এনবিআর জানিয়েছে, যেসব দপ্তর বা প্রতিষ্ঠান এই ৩৯টি সেবা দিয়ে থাকে, তারা আয়কর রিটার্ন ছাড়া কোনো সেবা দিলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ৫২টি সেবার জন্য রিটার্ন বাধ্যতামূলক থাকলেও নতুন নির্দেশনায় ১৩টি সেবা বাদ দেওয়া হয়েছে এবং ৩৯টি চূড়ান্ত করা হয়েছে।

যেসব সেবায় লাগবে আয়কর রিটার্নের প্রমাণ
এ তালিকায় রয়েছে—

জমি-ফ্ল্যাট ক্রয়-বিক্রয়

২০ লাখ টাকার ঋণ

বিদ্যুৎ-গ্যাস সংযোগ

ট্রেড লাইসেন্স

বেসরকারি স্কুলে ভর্তি

সঞ্চয়পত্র, মেয়াদি আমানত

আগ্নেয়াস্ত্র, গাড়ি রেজিস্ট্রেশন

সরকারি চাকরি ও নির্বাচনে অংশগ্রহণ

ক্লাব, ইটভাটা, ব্যবসায়িক সংগঠনের সদস্যপদ

মোবাইল ব্যাংকিং কমিশন বা কনসালটেন্সি সেবা গ্রহণ

রাজউকের নকশা অনুমোদন

কমিউনিটি সেন্টার ভাড়া

এনবিআর কর্মকর্তারা মনে করছেন, এ উদ্যোগের ফলে আয়কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও শক্তিশালী হবে। পাশাপাশি করজালের আওতা বাড়বে, যা সরকারের রাজস্ব বাড়াতে সহায়তা করবে।

তবে সাধারণ নাগরিকদের জন্য এটি এক ধরনের চ্যালেঞ্জও হতে পারে, বিশেষ করে যাদের আয় নির্ধারিত করযোগ্য সীমার নিচে। সেক্ষেত্রে ‘শূন্য রিটার্ন’ (নো রিটার্ন ইনকাম) দেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *