free tracking

ভারত-পাকিস্তানের উত্তেজনার ম্যাচ নিয়ে এইমাত্র পাওয়া গেলো নতুন সিদ্ধান্ত!

ক্রিকেট বিশ্বে বহুল প্রতীক্ষিত ম্যাচ হিসেবে পরিচিত ভারত-পাকিস্তান দ্বৈরথ। তবে এবার সেই ম্যাচ মাঠে গড়ানোর আগেই বাতিল হয়ে গেলো। বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল)–এ ভারত ও পাকিস্তানের মধ্যকার ‘লিজেন্ডারি’ ম্যাচটি শেষ পর্যন্ত আর হচ্ছে না।

শনিবার (২০ জুলাই) ডব্লিউসিএল কতৃপক্ষ এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি না হওয়ায় ম্যাচটি বাতিল করা হয়েছে।

রাজনৈতিক উত্তেজনাই মূল কারণবিবৃতিতে বলা হয়, “আমরা মনে করেছিলাম, পাকিস্তান হকি দলের ভারত সফর এবং ভারত-পাকিস্তান ভলিবল ম্যাচ দেখে পুরোনো স্মৃতিগুলো ফিরিয়ে আনা যাবে। কিন্তু অনিচ্ছাকৃতভাবে অনেকের অনুভূতিতে আঘাত লেগেছে, যা আমরা কখনোই চাইনি। তাই ভারত-পাকিস্তান ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।”

ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ান স্পষ্ট করে বলেন, “পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচে অংশ নিচ্ছি না। এই সিদ্ধান্ত আমি ১১ মে-তে জানিয়ে দিয়েছিলাম। পেহেলগামে সম্প্রতি হওয়া সন্ত্রাসী হামলা এবং বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছি।”

ধাওয়ানের পাশাপাশি সুরেশ রায়নাও একই অবস্থান নেন। এছাড়াও, হরভজন সিং, ইরফান পাঠান, রবিন উথাপ্পা, বরুণ অরুনসহ আরও অনেক ভারতীয় ক্রিকেটার ব্যক্তিগতভাবে এই ম্যাচে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন।

ম্যাচ না হলেও চলবে টুর্নামেন্টডব্লিউসিএল ২০২৫ শুরু হয়েছে ১৮ জুলাই থেকে এবং চলবে ২ আগস্ট পর্যন্ত। টুর্নামেন্টের ভেন্যু ইংল্যান্ডের বার্মিংহাম, লেস্টার, লিডস এবং নরথ্যাম্পটন। অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের অবসরপ্রাপ্ত তারকা ক্রিকেটাররা।

এবারের টুর্নামেন্টে ভারতীয় দলের নেতৃত্বে আছেন বিশ্বকাপজয়ী তারকা যুবরাজ সিং। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মাঠে না নামার কারণে বিতর্ক তৈরি হলেও, টুর্নামেন্টের অন্যান্য ম্যাচ যথাসময়েই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে আয়োজক কমিটি।

ভারত-পাকিস্তান ম্যাচের বাতিল হয়ে যাওয়া নিঃসন্দেহে ক্রিকেটপ্রেমীদের জন্য হতাশার খবর। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এই সিদ্ধান্তকে অনেকেই বলছেন সময়োচিত এবং যুক্তিসঙ্গত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *