free tracking

ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী, অভিবাসন ইস্যুতে ‘বড় অগ্রগতির সম্ভাবনা’

দুদিনের সফরে আগামী ৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার এ সফরে অভিবাসন ইস্যু বিশেষ গুরুত্ব পাবে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সময়ে ইতালির প্রধানমন্ত্রীর এ সফর হবে ইউরোপের কোনো দেশের শীর্ষ নেতৃত্বের প্রথম ঢাকা সফর। ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন জর্জিয়া মেলোনি।

ইতালির প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সফর নিয়ে রোববার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণামাধ্যমকে জানিয়েছেন, ইতালির প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা সফরে অভিবাসন ইস্যুতে বড় অগ্রগতি আসতে পারে। এ ছাড়া তার এ সফরে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করার সুযোগ রয়েছে।

এর আগে ১৯৯৮ সালে ঢাকায় এসেছিলেন ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি। ওই সফর ছিল ইতালির কোনো প্রধানমন্ত্রীর প্রথম ঢাকা সফর। এখন ইতালির দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফরে আসবেন জর্জিয়া মেলোনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *