free tracking

হঠাৎ করেই পদত্যাগ করলেন ভারতের উপরাষ্ট্রপতি!

হঠাৎ করেই পদত্যাগ করলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধানখার। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো এক চিঠিতে পদত্যাগপত্র জমা দেন।

এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রীবর্গ ও সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান ধানখার।

৭৪ বছর বয়সী ধানখার ১৯৮৯ সালে রাজনীতিতে যোগ দেন। সে বছর রাজস্থানের ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। ২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন তিনি।

এদিকে ধানখারের পদত্যাগ নিয়ে ভারতের রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। তবে পদত্যাগপূর্ব দিন অর্থাৎ সোমবারও তিনি দেশটির রাজ্যসভার অধিবেশন পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *