সরকারি চাকরিতে কোটা নিয়ে আনা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল শুনানির জন্য রবিবার আপিল বিভাগে আবেদন করা হবে। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আজ বৃহস্পতিবার এ তথ্য জানান।
কোটা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার ও শিক্ষার্থীদের পক্ষে পৃথক লিভ টু আপিল দায়ের করা হয়েছে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্ট রায়ের বিরুদ্ধে দুই শিক্ষার্থীর পক্ষে আজ বৃহস্পতিবার লিভ টু আপিল (আপিল দায়ের আবেদন) করা হয়েছে।
কোটা আন্দোলনে হেফাজতের যোগ দেয়ার সংবাদ ভিত্তিহীন
দুই শিক্ষার্থীর আইনজীবী শাহ মঞ্জুরুল হক সাংবাদিকদের বলেন, লিভ টু আপিল দায়ের করা হয়েছে। এতে হাইকোর্টের রায় বাতিল বা সংশোধন চাওয়া হয়েছে।
Leave a Reply