free tracking

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি ২০ শিক্ষার্থীকে উদ্ধার করা শিক্ষিকা মেহেরীন!

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিজের জীবন তুচ্ছ করে ২০ শিক্ষার্থীকে উদ্ধার করে আটকা পড়ে দগ্ধ হয়ে নিহত হওয়া শিক্ষক মেহেরীন চৌধুরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি।

জানা গেছে, মেহেরীন চৌধুরী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপন খালাতো ভাই মহিতুর রহমানের মেয়ে। তার বাড়ি নীলফামারীতে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহত শিক্ষিকা মেহেরীন চৌধুরী জিয়াউর রহমানের আপন খালাত ভাই মহিতুর রহমানের মেয়ে।রাজনৈতিক বই

মেহেরীনের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় তুলে ধরতে শুরু করেন তার স্বজনরা। সেসবে তুলে ধরা হয়, তিনি কখনোই রাজনৈতিক পরিচয় দিতেন না। বিএনপি চেয়ারপারসন যখন অসুস্থ হতেন নিজে খাবার নিয়ে যেতেন তিনি। বাইরের মানুষ তাকে চিনতেন মাইলস্টোন কলেজের শিক্ষক হিসেবে। কিন্তু তার আড়ালে তিনি ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদরের ভাতিজী।

বিষয়টি নিশ্চিত করে তার স্বামী মনসুর হেলাল জানান, তারা মেহেরীন চৌধুরীর মরদেহ নিয়ে আজ মঙ্গলবার (২২ জুলাই) ভোরে ঢাকা থেকে রওয়ানা দিয়েছেন। তার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার বোগলাগারী গ্রামের চৌধুরী পাড়ায়। সেখানকার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *