২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি কার্যক্রমে এখনও ১৩৬টি আসন শূন্য রয়েছে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে। এই শূন্য আসন পূরণে উদ্যোগ নিয়েছে গুচ্ছ ভর্তি কমিটি। এবার অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসনের পাঁচ গুণ শিক্ষার্থীর ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শৃঙ্খলাপূর্ণভাবে ভর্তি কার্যক্রম শেষ করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও গুচ্ছ ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ২৭ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আগ্রহীদের অনলাইনে রিপোর্ট করে ১০ হাজার টাকা ভর্তি ফি জমা দিতে বলা হয়েছে। এই টাকা পরে ভর্তি ফি’র সাথে সমন্বয় করা হবে, তবে যারা সুযোগ পেয়েও ভর্তি হবে না, তাদের টাকা ফেরত দেওয়া হবে না।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে মেধাবীদের মধ্যে থেকে শূন্য আসনগুলো পূরণ করা সম্ভব হবে। পাশাপাশি নির্দিষ্ট সময়সীমা নিশ্চিত করতে বলেছে, যারা ৬ ও ৭ আগস্ট নির্ধারিত তারিখে উপস্থিত না হবে, তাদের ভর্তি বাতিল বলে গণ্য করা হবে।
এই প্রক্রিয়ায় যেমন প্রশাসনের দৃষ্টিতে স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের জন্যও সৃষ্টি হচ্ছে নতুন সুযোগ।
Leave a Reply