free tracking

স্মার্টফোনে ১০০ শতাংশ চার্জ করা ভালো, নাকি খারাপ?

দীর্ঘ সময় ব্যবহারের জন্য অনেকেই শক্তিশালী ব্যাটারিযুক্ত স্মার্টফোন কেনেন। কিন্তু ভুল পদ্ধতিতে চার্জ দেয়ায় নামীদামি ব্র্যান্ডের স্মার্টফোনগুলোর ব্যাটারিও দ্রুত নষ্ট হয়ে যায়। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এ অভ্যাস দীর্ঘমেয়াদে আপনার ফোনের ব্যাটারির জন্য ক্ষতিকর হতে পারে।

তাদের মতে, বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহৃত হয় ‘লিথিয়াম-আয়ন’ ব্যাটারি, যা সময়ের সঙ্গে সঙ্গে রাসায়নিকভাবে অবনতি ঘটায়। বারবার ১০০ শতাংশ পর্যন্ত চার্জ দিলে ব্যাটারি উচ্চ ভোল্টেজে বেশি সময় থাকে, যা এর বয়স দ্রুত কমিয়ে দেয়।

১০০ শতাংশ চার্জ অভ্যন্তরীণ রাসায়নিক গঠনে চাপ ফেলে। ফলে ব্যাটারির ক্যাপাসিটি ১০ থেকে ১৫ শতাংশ দ্রুত কমে যেতে পারে। যাতে দীর্ঘমেয়াদে ব্যাটারি পরিবর্তনের প্রয়োজন পড়ে যেতে পারে। তবে ব্যতিক্রমও আছে। কখনো ভ্রমণ কিংবা ব্যস্ত দিনের জন্য একেবারে ১০০% পর্যন্ত চার্জ করলেও কোনো সমস্যা নেই। কিন্তু প্রতিদিন এ কাজ করলে ধীরে ধীরে ব্যাটারি দুর্বল হয়ে পড়ে।

প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ভালো ব্যাটারি হেলথের জন্য ফোনের চার্জ সব সময় ৫০ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখলে ব্যাটারি সবচেয়ে ভালো থাকে। ফোনকে বারবার ০ শতাংশে এ নামিয়ে আনাও যেমন ক্ষতিকর, তেমনি প্রতিদিন ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করাও ক্ষতিকর। অধিকাংশ অ্যান্ড্রয়েড নির্মাতা কোম্পানি পরামর্শ দেন যেন ব্যাটারি সবসময় ৫০ শতাংশের ওপরে রাখা হয়।

এ সমস্যা সমাধানে অনেক স্মার্টফোনেই ব্যাটারির সুরক্ষায় বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছে। স্যামসাংয়ের কিছু মডেলে ‘প্রটেক্ট ব্যাটারি’ সুবিধা রয়েছে। যা চালু থাকলে চার্জ স্বয়ংক্রিয়ভাবে ৮৫ শতাংশে থেমে যায়। গুগল পিক্সেল ফোনে রয়েছে ‘চার্জিং অপটিমাইজেশন’ সুবিধা। যা চার্জ ৮০ শতাংশে পৌঁছালেই বন্ধ হয়ে যায়।

ব্যাটারির তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত গরম বা ঠাণ্ডা পরিবেশে ফোন ব্যবহার করলে ব্যাটারি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোনের ব্যাটারির জন্য আদর্শ তাপমাত্রা হলো ০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস (৩২ থেকে ৯৫ ডিগ্রি ফারেনহাইট)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *